প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 1, 2025 ইং
মির্জাপুরে ৩ শিক্ষককের বিদায় আবেগঘন পরিবেশের সৃষ্টি

মির্জাপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষকের বিদায় অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, সহকারি শিক্ষক হাজিব আল মনসুর ও আলো রানী পোদ্দারকে বিদায় জানানো হয়। এতে অসুস্থতার জন্য আলো রানী পোদ্দার উপস্থিত হতে পারেননি। বিদায় অনুষ্ঠান আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী অর্পণ, সাবিহা ইয়াসমিন ও সুমাইয়া আক্তার প্রধান শিক্ষকসহ অন্য দুই শিক্ষকের কর্মজীবনে তাদের সঙ্গে স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য রাখেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আতিকুর রহমান, জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সহিনুর রহমান খান, বিদ্যালয়ের শিক্ষক সুজয় বিশ্বাস প্রমুখ বক্তৃতা করেন।
বিদায়ী বক্তৃতায় প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান বলেন, তাঁর ৩৩ বছরের শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন শেষে নানা ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করে স্কুলের সুনাম বাড়িয়েছেন। ভবিষ্যতে এ সুনাম যাতে অক্ষুন্ন থাকে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।
প্রধান অতিথি বলেন, ‘বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটি শিক্ষককে ভাল শিক্ষার্থী তৈরি করতে যেমন পরিশ্রম করতে হবে। তেমনি শিক্ষার্থীদেরও নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করতে পরিশ্রম করতে হবে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের উত্তরিয়া পরানো হয়। এছাড়া শিক্ষকদের ক্রেস্টসহ বিভিন্ন ভাবে সম্মাননা জানানো হয়। #
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com